কলকাতা ,১৪ আগস্ট:- লকডাউনে অসহায় অবস্থায় পড়া ময়দানের ঘোড়াদের খাবার জোগানোর ব্যাপারে আগেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।বন দফতরের উদ্যোগে তাদের ভরপেট খাবার দিতে ও দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়েছে। এবার ওইসব প্রাণীদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ময়দানের ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দফতর। ঘোড়ার মালিকরা আগেই জানিয়েছিলেন লকডাউনে তাঁদের আর্থিক অবস্থা খারাপ, এর মাঝে ঘোড়াদের খাবার জোগাতে হিমশিম খাচ্ছে, তাই মাঠেই ছেড়ে দিয়েছে খুঁটে খাওয়ার জন্য। কিন্তু সেই পরিস্থিতি নেই। তাই ঘোড়াদের নিয়ে বিশেষ চিন্তাভাবনা করে এগিয়ে এসেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপণ দেবনাথ।
জুলাই মাসের শেষ সপ্তাহে ইনস্টিটিউট অব অ্যানিমেল হেলথ অ্যান্ড ভেটেরিনারি বায়োলজিক্যাল থেকে চার পশু চিকিৎসক ময়দানে গিয়ে আটটি ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ৫০টি ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষা করেছে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রাপ্তবয়স্ক ঘোড়ার পাশাপাশি বাচ্চাদের স্বাস্থ্যের দিকেও নজর দিয়েছে দফতর। সেগুলির মল ও রক্ত পরীক্ষা হচ্ছে বলেও জানা গিয়েছে। যদি পরীক্ষায় কোনও খারাপ রেজাল্ট বা রোগ ধরা পড়ে তাঁর চিকিৎসার দায়িত্ব দফতরের, ঘোড়ার মালিকদের আশ্বস্ত করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘মালিকরা অনুরোধ করেছিলেন তাই এবার থেকে ঘোড়াদের খাবার দেওয়া হবে দফতরের তরফে। ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গেও হবে।’