এই মুহূর্তে জেলা

“নন এমএলএ সিএম” শুভেন্দুর ধাঁচেই মমতাকে কটাক্ষ অগ্নিমিত্রার !

সুদীপ দাস, ১১ আগস্ট:- উনি তো “নন এমএলএ সিএম” তাই বলছেন সবকিছু কন্ট্রোলে আছে। করোনা কন্ট্রোলে আছে। অথচ এখনও পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু হলো না। সোমবার হুগলীতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শব্দেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে “নন এমএলএ সিএম” বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি হুগলীতে জেলা কার্যকারিনী বৈঠকে উপস্থিত হন। চুঁচুড়ার জেলা অফিসে এদিন মূলতঃ হুগলী সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেত্রীদের সাথে কথা বলেন অগ্নিমিত্রা পল।

ভোট পরবর্তী হিংসায় মহিলাদের আক্রান্ত হওয়া নিয়ে আগামিদিনের কার্যক্রম নিয়ে মহিলাদের অবগত করান। কথা বলেন হুগলীতে আক্রান্ত হওয়া দলীয় মহিলা কর্মীদের সাথে। সবশেষে বাইরে বেড়িয়ে অগ্নিমিত্রা দেবী বলেন এরাজ্যে মহিলারা কোনভাবেই সুরক্ষিত নয়। ২রা মে এর পর থেকে আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে। অথচ তৃণমূল ত্রিপুরায় গিয়ে নাটক করছে। তিনি বলেন এই রাজ্যে দুটো নিয়ম চলছে। একটা হলো তৃণমূলের জন্য, আর একটা অন্যদের জন্য। তৃণমূল মিটিং মিছিল করলে অসুবিধা নেই। আর বিজেপি একটা মিছিল করলেই গ্রেফতার করা হচ্ছে। পাশাপাশি তিনি এদিন ভ্যাকসিন দুর্নীতি নিয়েও সরব হন।