কলকাতা, ৯ আগস্ট:- তৃতীয় বার ক্ষমতায় আসার পর প্রথমবার রাজ্যস্তরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গেছে আগামী ১৮ ই আগস্ট ওই বৈঠকে রাজ্যের উন্নয়নের গতি প্রকৃতি সার্বিকভাবে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। করোনা অতিমারীর দাপট এবং গতবছরের বিধানসভা নির্বাচনের কারণে দীর্ঘদিন সার্বিক পর্যালোচনার বৈঠকের সুযোগ হয়নি। একদিকে করোনা অতিমারীর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। অন্যদিকে নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিভিন্ন প্রকল্পের রূপায়ণ। এর সঙ্গে চালু থাকা বিভিন্ন প্রকল্পের কাজ সময়মতো শেষ করার চ্যালেঞ্জ রয়েছে রাজ্যের সামনে। গতবছর ভোট এবং আম্ফান ইয়াসের মত পরপর প্রাকৃতিক বিপর্যয় যার গতি অনেকটাই ব্যাহত হয়েছে।
মুখ্যমন্ত্রী তাই নিজেই খতিয়ে দেখতে চান পঞ্চায়েত, কৃষি, কৃষি বিপণন, সেচ, পূর্ত দপ্তর, বিদ্যুৎ, জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য, পুর ও নগর উন্নয়ন, বিপর্যয় মোকাবিলা দপ্তর, খাদ্য, আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর কল্যাণ দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্য ও ক্ষুদ্রসেচ দপ্তরের কাজ কতটা এগিয়েছে। অগ্রগতি নিয়েও ওই বৈঠকে খতিয়ে দেখবেন তিনি। সেই সঙ্গে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে কোনও সমস্যা আছে কিনা তাও পর্যালোচনা করা হবে এই বৈঠকে।