হাওড়া , ৭ আগস্ট:- হাওড়ার উদয়নারায়ণপুরের ভবানীপুর ঘোষপাড়াতে প্লাবিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শনিবার সকালে তিনি সেখানে প্লাবিত এলাকা ঘুরে দেখেন। দুর্গত এলাকায় মানুষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পাঁচশো মানুষের হাতে ত্রাণ তুলে দেন। উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। সেখানে বন্যায় ক্ষয়ক্ষতির ও পুনর্বাসনের জন্য সমবায় দপ্তর থেকে আড়াই কোটি টাকা দেওয়ার কথা ঘোষণাও করেন মন্ত্রী। তিনি একে ম্যানমেড বন্যা ঘোষণা করে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
এদিন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সৌম্য রায় প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার তুলে দেন। অরূপবাবু বলেন, এটা প্রাকৃতিক বন্যা নয়, মানুষের তৈরি বন্যা। ডিভিসি জলাধার সংস্কার করেনি। পলি পরিষ্কারের কোনও কাজ করেনি। এটা তাদের ব্যর্থতা। এরজন্যই প্রতি বছর বন্যায় ভাসছে হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, হুগলির খানাকুল। এবার ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে।