এই মুহূর্তে কলকাতা

আগামী সোমবার একদিনের সফরে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


কলকাতা , ৬ আগস্ট:- আগামী সোমবার একদিনের সফরে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গত বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আদিবাসী সম্প্রদায়ের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাতে মুখ্যমন্ত্রীর এই সফর বলে খবর প্রশাসন সুত্রে। বিশেষ করে জঙ্গল মহলের মহিলা ভোটাররা তাঁকে যেভাবে সমর্থন করেছেন তাতে আপ্লুত মুখ্যমন্ত্রী। সোমবার তিনি ঝাড়গ্রামে পৌঁছে সেখানে আদিবাসী উৎসবের সূচনা করে পরে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পৌঁছে সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। ঐদিনই তার কলকাতায় ফেরার কথা।

সোমবার আদিবাসী দিবসের পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলন দিবসও বটে। ভারতছাড়ো আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে ও মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জানাবেন অনুষ্ঠানে। এছাড়াও তার একাধিক কর্মসূচি থাকবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে ।জানা গিয়েছে, ওইদিন ঝাড়গ্রামে গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই তার প্রথম জঙ্গলমহল সফর। তাই সেখানকার উন্নয়নের কাজ ঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যালোচনা করে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর জেলাশাসকের দপ্তরে লাগোয়া সিধু-কানহু অডিটোরিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অনুষ্ঠান শেষে ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।