এই মুহূর্তে জেলা

বন্যাদুর্গত এলাকায় হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণের কাজ চলছে।


হাওড়া ,৫ আগস্ট:- হাওড়া জেলায় বন্যাপ্লাবিত এলাকায় প্রশাসনের তরফ থেকে ধারাবাহিক ত্রাণের কাজ চলছে। এ বিষয়ে জেলাশাসক মুক্তা আর্য বলেন, বন্যাদুর্গত এলাকায় হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণের কাজ চলছে। ইতিমধ্যেই দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। ত্রিপল বিলি করা হচ্ছে। রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। কোথাও চাল, আলু, ডাল, চিঁড়ে, গুড় সহ শুকনো খাবার থেকে শুরু করে জামাকাপড় দেওয়া হয়েছে। উদয়নারায়ণপুর, আমতা সহ আমতা-১ এর তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ দেওয়া হয়েছে। আমতা-২ এর ভাটোরা, গাজীপুরেও ত্রাণের কাজ চলছে। বন্যাদুর্গত এলাকায় ধারাবাহিক ত্রাণের কাজ চলছে। গবাদি পশুদের জন্য অ্যানিম্যাল হেলথ ক্যাম্প করা হয়েছে।

অন্যদিকে, আমতায় সোমবার ৬টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হওয়ার পর মঙ্গলবার রাতে বাঁধ ভেঙে তাজপুর, গাজীপুর, নওপাড়া গ্রাম পঞ্চায়েত নতুন করে প্লাবিত হয়েছে। প্রশাসনের আশঙ্কা ডিভিসি জল ছাড়া অব্যাহত থাকায় এবং বুধবার যেভাবে ভারী বর্ষণ হয়েছে তাতে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির অবনতি না হলেও উন্নতি হয়নি। প্রশাসন সূত্রে খবর ব্লকের রামপুর, আসন্ডা, ডিহিভূরশুট, কুরচি শিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জল কিছুটা নামলেও দেবীপুর, পাঁচারুল, হরিশপুর গ্রাম পঞ্চায়েতের জল বেড়েছে।