এই মুহূর্তে জেলা

আগামীকাল খানাকুলের বন্যা বিধস্ত এলাকায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী , তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

মহেশ্বর চক্রবর্তী , ৩ আগস্ট:- কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও জলাধারগুলি থেকে ব্যাপক পরিমানে জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমার বিস্তৃন এলাকা বন্যার জলে প্লাবিত হয়।কয়েক হাজার মানুষ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। জলবন্দি মানুষদের উদ্ধার কার্যে নেমেছে কেন্দ্রীয় বায়ু সেনা থেকে শুরু করে এনডিআরএফের দল ও সিভিল ডিফেন্স। এই রখম এক ভয়ংকর বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে আগামীকাল বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। প্রশাসন সুত্রে এমনটাই জানা গিয়েছে।

বুধবার সম্ভবত দুপুর একটার সময় খানাকুলের রামপ্রসাদ এলাকার মানানডাঙ্গা এলাকার অস্থায়ী হেলিপ্যাডে নামবেন। এদিন তারই প্রস্তুতি চলছে জোর কদমে। হেলিপ্যাড প্রস্তুতি থেকে কিভাবে হেলিকপ্টার নামবে তার টায়াল চলে। উপস্থিত রয়েছেন হুগলি জেলা প্রশাসনের পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা শাসক ও আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক এবং হুগলি জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব সহ অন্যানরা। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, হেলিপ্যাড থেকে নেমে মুখ্যমন্ত্রী নাকি আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। সবমিলিয়ে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায় আসার প্রস্তুতি চলছে জোর কদমে।