এই মুহূর্তে জেলা

আরামবাগের দূর্গতদের জন্য প্যকেট বন্দি পানীয় জল তৈরীর তোড়জোর দেবানন্দপুরে।

সুদীপ দাস , ৩ আগস্ট:- হুগলীর আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা সহ তারকেশ্বরের কিছু জায়গাও বন্যা কবলিত। অসহায় বহু মানুষ। চাষের জমি, রাস্তা-ঘাট থেকে ঘরবাড়ি চারিদিকে শুধু জল আর জল। এহেন পরিস্থিতিতে তুলনামূলক উঁচু জায়গাগুলিতে খোলা হয়েছে ত্রান শিবির। বিভিন্ন বাড়ির ছাদে আটকে পরা মানুষদের উদ্ধার করে সেইসমস্ত শিবিরে পাঠানো হচ্ছে। শিবিরেই খাওয়া-দাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। তবে এই মুহুর্তে জলমগ্ন আরামবাগে দূর্গতদের জন্য সবচেয়ে বেশী অত্যাবশ্যক পানীয় জল। সরকারি উদ্যোগে সেখানে পৌঁছে যাচ্ছে ৩০০মিলির প্যাকেট বন্দি পানীয় জল। চুঁচুড়া-মগরা ব্লকের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিন নলডাঙ্গায় জল ট্যাঙ্ক এলাকায় চলছে পিএইচই-র সেই জল প্যাকেট বন্দির কাজ।

মাটির তলা থেকে জল তুলে দুটি মোবাইল ভ্যানের ভিতরে থাকা অত্যাধিক যন্ত্রের সাহায্যে সেই জল খাওয়ার উপযোগী করে সেই যন্ত্রেই প্লাস্টিক প্যাকেট বন্দি করা হচ্ছে জল। প্রতি প্যাকেটে ৩০০ মিলি করে জল বন্দি করা হচ্ছে। সেইসমস্ত ১০০টি করে প্যাকেট এক একটি বস্তায় ভরা হচ্ছে। সেই সমস্ত বস্তাই প্রয়োজন অনুযায়ী আরামবাগ মহকুমার বিভিন্ন ব্লক প্রশাসন গাড়ি পাঠিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি তৈরী রয়েছে মোবাইল ভ্যান দুটিও। প্রয়োজন হলে দুর্যোগপূর্ন এলাকায় গিয়ে নদী-নালা, খাল-বিলের জল বিশুদ্ধ করে দূর্গতদের তেষ্টা মেটানোর ব্যাবস্থা করা হবে। একটি ভ্যানে প্রতি ঘন্টায় এখানে ৪হাজার প্যাকেট তৈরী করা যায়। ইতিমধ্যে এখান থেকে ৫০হাজার প্যাকেটজাত জল আরামবাগে পাঠানো হয়েছে। প্রতিদিনই দূর্যোগপূর্ন এলাকার ব্লক প্রশাসনের নির্দেশে এখানে পানীয় জল প্যাকেটজাত করা হচ্ছে।