এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ২৩১৩ টি স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলবে টেলিমেডিসিন পরিষেবা , স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২ আগস্ট:- রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষও এবার এবার পাবেন সর্বোত্তম চিকিৎসা পরিষেবা। নিজেদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থেকেই বিভিন্ন রোগের উপশমে সম্পূর্ণ বিনামূল্যে সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন তাঁরা। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি টেলিমেডিসিন প্রকল্প ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পের এদিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এর ফলে গ্রামবাসীদের কাছে উন্নত স্বাস্থ্যপরিসেবা সহজলভ্য হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ টেলিমেডিসিনের মাধ্যমে পৌছে যাবে তৃণমূল স্তরের মানুষের মধ্যে।

করোনা কালে সফল ভাবে টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে অগণিত মানুষকে সুস্থ করে তুলে নতুন নজির তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারে নতুন প্রকল্পের মাধ্যমে তাকে আরও ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ২৩১৩ টি সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এই টেলিমেডিসিন পরিষেবা মিলবে। পরে সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র গুলিকেই এই পরিষেবার আওতায় আনা হবে। যার ফলে ওই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি পরিণত হবে’ই ক্লিনিকে।’ যেখান থেকে অনলাইনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন গ্রামবাংলার রোগীরা।