কলকাতা, ২ আগস্ট:- চুক্তি বিতর্ক মিটিয়ে আইএসএল খেলবে ইস্ট বেঙ্গলও। সোমবার নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধন করে এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান ইস্টবেঙ্গল এর পাশাপাশি মোহামেডান স্পোটিং ক্লাবও আই এস এল এর প্রতিযোগিতায় সামিল হোক এমনটাই চান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘মোহনবাগান আইএসএলে খেলছে, চুক্তি ঠিক আছে। নো প্রবলেম। ইস্টবেঙ্গলের কি মনটা একটু খারাপ খারাপ? চিন্তা নেই। হয়ে যাবে। একটু চুক্তি-টুক্তি হচ্ছে। একটি ঝগড়াঝাটি হচ্ছে, একটু মনমালিন্য হচ্ছে। আমি চাই ইস্টবেঙ্গলও আইএসএলে খেলুক।’ সঙ্গে যোগ করেন, ‘যা যা আলোচনা হচ্ছে, ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হচ্ছে, একটু ছেড়ে খেলুন।
ছেড়ে খেললে ওটা হয়ে যাবে। আমি আশা করি, ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে। যতদূর আমার ইনফরমেশন আছে।’ মুখ্যমন্ত্রী বলেন সুস্থ সংস্কৃতির বিকাশে খেলাধুলোর বিশেষ ভূমিকা আছে। আগামী ১৬ অগাস্ট খেলা হবে দিবসে গ্রামাঞ্চলের ক্লাব গুলো কে ১০ টি করে ফুটবল ও ১৫ হাজার টাকা দেওয়া হবে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের মাধ্যমে টেলি মেডিসিন চিকিৎসা ব্যবস্থার সূচনা করেন। এদিন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং সহ আই এফ এ অনুমোদিত ক্লাবকে মুখ্যমন্ত্রী ফুটবল তুলে দেন।