মহেশ্বর চক্রবর্তী, ২ আগস্ট:- অবশেষে বন্যা দুর্গত মানুষদের উদ্ধার কার্যে নামলো বায়ুসেনা। আরামবাগ মহকুমার খানাকুল দুই নম্বর ব্লকের ধান্যনগরী গ্রাম থেকে সাতাশ জন বন্যা জলে বন্দি অসহায় মানুষদের উদ্ধার করলো বায়ু সেনার একটি দল। বায়ুসেনার হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে আরামবাগের একটি ত্রান শিবিরে রাখা হয়। বৃষ্টির জল বন্ধ হয়ে গেলেও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলের জেড়ে খানাকুলের বিস্তৃর্ন এলাকা প্লাবিত হয়। এদিন সকাল আটটা নাগাদ হঠাৎ করে দুর্গাপুর ব্যরেজ থেকে এক লক্ষ একচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়। এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সুত্রে। এর জেড়ে খানাকুলের নিচু এলাকার বিভিন্ন জায়গা নতুন করেন প্লাবিত হয়।
এই জন্য দ্রুত বায়ুসেনার হেলিকপ্টারে করে চলছে উদ্ধার কাজ। এই প্রথম খানাকুলে প্লাবিত এলাকার বাসিন্দাদের উদ্ধারে নামল বায়ুসেনার কপ্টার। জলবন্দী মানুষদের শুকনো খাবার পাঠানো থেকে শুরু করে জলের পাউচ পাঠায় প্রশাসন। এই বিষয়ে হেলিকপ্টারের করে উদ্ধার করে আনা একজন বন্যা দুর্গত যুবক সুজন সামন্ত জানান, গ্রামের অধিকাংশ মাঠির বাড়ি পড়ে গেছে। আমরা একটি দোতলা পাকার বাড়িতে আটকে ছিলাম। একতলায় জল উঠে যায়। একদিন পুরো বন্দিছিলাম। এদিন বায়ুসেনার হেলিকপ্টার আমাদের উদ্ধার করে। প্রথমে শিশু ও মহিলাদের আনা হয়। অন্যদিকে হুগলি জেলা প্রশাসনের আধিকারিক জানান, আমরা খানাকুল থেকে ২৭ জনকে উদ্ধার করেছি। ওনাদেরকে সেফ জায়গায় রাখা হয়েছে। ৮০ টি ত্রান শিবির খোলা রয়েছে হয়েছে। সকলের খাবার ব্যবস্থা করা হয়েছে।