এই মুহূর্তে জেলা

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন উদয়নারায়ণপুরের বিস্তৃন এলাকা।

হুগলি , ১ আগস্ট:- ডিভিসি’র ছাড়া জলে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তৃর্ণ এলাকা। গতকাল শনিবার সন্ধ্যে থেকেই দামোদরের পশ্চিম পাড়ের বাঁধ উপছে জল ঢুকতে শুরু করেছিল উদয়নারায়ণপুরে। সকালের মধ্যেই জলমগ্ন হয়ে পড়েছিল রামপুর-ডিহিভূরসুট-আসন্ডা, হরালি,কুরচি শিবপুর, সিংটি সহ বিভিন্ন এলাকায়। সিংটি এলাকায় আমতা উদয়নারায়ণপুর রাস্তার দিয়ে তীব্র বেগে ব‌ইছে জল। উদয়নারায়নপুর বাসস্ট্যান্ড থেকে ডিহিভুরসুট যাওয়ার রাস্তায় প্রায় কোমড় সমান জল। উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে।

তিনি জানান এখনো পর্যন্ত প্রায় ৪০ টি গ্রাম পুরোপুরি জলের তলায় রয়েছে। আজ সকালে প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। রাতে সেই জল এসে পৌঁছালে ১০০ র উপর গ্রাম জলমগ্ন হ‌ওয়ার সম্ভবনা রয়েছে। ২৬টি ত্রাণ শিবিরে প্রায় ৭ হাজার মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রতিটি অঞ্চলে মনিটরিং সেল তৈরি করা হয়েছে। পাশাপাশি NDRF ও SDRF এর দলকেও নামানো হয়েছে।