এই মুহূর্তে জেলা

নিউটাউন নীল ছবি কান্ডে চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে গ্রেফতার যুবক।

হুগলি , ১ আগস্ট:- নিউটাউন নীল ছবি কান্ডে চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে গ্রেফতার যুবক। গতকাল রাতে তাকে ধরে নিয়ে যায় নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম শুভঙ্কর দে। তার কলকাতার কুদঘাটে একটি প্রোডাকশন হাউস রয়েছে। সেই সুবাদে শুভাঞ্জন রায়ের সঙ্গে তার পরিচয়। শুভঙ্কর এরিনা থেকে এডিটিং শিখে মাল্টিমিডিয়া নিয়ে কাজ করত। এডিটিং এর পাশাপাশি ফটোগ্রাফি করত। শর্ট ফিল্ম তৈরী করে। সোনা বন্ধু নামে একটি সিনেমার ক্যামেরা এডিট করে। এম এক্স প্লেয়ারে ‘যমদূত’ পরিচালনা করে শুভঙ্কর। গত লকডাউনে তাকে ফটো শুটের জন্য ডাকা হয় নিউটাউনে। সেখানে ব্রাইডাল শুট করে। তারপর ন্যুড শুট করতে বললে সে না করেই চলে আসে বলে দাবী শুভঙ্করের স্ত্রীর।গত শনিবার কুদঘাট থেকে চুঁচুড়া রবীন্দ্রনগরের বাড়িতে আসে শুভঙ্কর। গতকাল রাত দেরটা নাগাদ নিউটাউন থানার পুলিশের একটি দল এসে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। তার স্বামী নীল ছবি কান্ডে যুক্ত নয় বলে দাবী পরিবারের।