এই মুহূর্তে জেলা

জলবাহিত রোগের আশঙ্কায় কাঁপছে শেওরাফুলি জি,আর,পি।

হুগলি, ৩০ জুলাই:- সামান্য বৃষ্টি হলেই জমে যায় জল। মশা, মাছি এবং সাপের ভয়ে অন্য ব্যরাকে চলে যাচ্ছে পুলিশ কর্মীরা। শেওড়াফুলির জিআরপি পুলিশের রয়েছে দুটি ব্যারাক। একটি শেওড়াফুলি ইন্দিরাপার্কে আর একটি তিন নম্বর এবং চার নম্বর প্লাটফর্মের সংলগ্ন এলাকায়। সামান্য বৃষ্টি হলেই চিন্তায় পরে যায় পুলিশ কর্মীরা। এক দিকে যেমন ব্যারাক ঠোকার চিন্তুা পাশাপাশি টইলেটের ঘর জলের তলায়। ফলে সমস্যায় পরেছে জিআরপির পুলিশ কর্মীরা। শেওড়াফুলি ইন্দিরা পার্ক ব্যরাকে ঘর রয়েছে মোট পাঁচটি। এক সময় সবকটি ঘরে থাকতেন পুলিশ কর্মীরা। জল জমা সমস্যার কারনে চারটি ঘরের পুলিশ কর্মীরা চলে গেছে অন্য ব্যারাক। কোন রখম ভাবে জল যন্ত্রণা নিয়ে রয়েছে এক কর্মী।

বৃষ্টি হলেই চিন্তায় পরে যায়। কি করে জল পেরিয়ে ব্যারাক যাবে। জিআরপি সূত্রে খবর ব্যরাকের নিকাশির জল রেরোবার জন্য রয়েছে পাশেই ড্রেন। সেটি বৈদ্যবাটী পৌরসভার অধিনে রয়েছে। নিকাশির পরিষ্কার করার দায়িত্ব রয়েছে পৌরসভার। বহুবার পৌরসভাকে জানিয়ে কোন সুরাহা হয়নি। বছর দুয়েক আগে পরিষ্কার করা হয় ড্রেনটি। বেশ কিছু দিন জল জমার সমস্যা সমাধান হলেও। এখন আবাও এই সমস্যর মধ্যে পরেছে পুলিশ কর্মীরা। যাদের মানুষের সমস্যা সমাধান করার কাজ, তারাই ভুগছে জল যন্ত্রণা। বৈদ্যবাটী পৌরসভা সূত্রে খবর খুব তারাতারি জল সমস্যা থেকে মুক্তি পাবে সবাই। নিকাশি পরিষ্কারের কাজ চলছে দ্রুতগতিতে। সমস্যার সমাধান তারিতার হয়ে যাবে।