এই মুহূর্তে কলকাতা

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া নজরদারি চালাতে হবে , জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিবের।

কলকাতা, ২৭ জুলাই:- করোনা সংক্রমনের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় রাত্রিকালীন কঠোর বিধি-নিষেধ যাতে কঠোরভাবে পালন করা হয় তা দেখতে রাজ্য সরকার সব জেলা প্রশাসককে আরেক দফা নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ সব পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের নির্দেশ দিয়েছেন, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত আরও কড়া নজরদারি চালাতে হবে। বড় রাস্তা, হোটেল, রেস্তরাঁর ওপর বিশেষ ভাবে নজরদারি চালানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। যাতে নৈশ পার্টি বা অকারণে রাস্তায় ঘোরাঘুরি র প্রবণতায় লাগাম টানা যায়। সরকারি নির্দেশ অনুযায়ী,

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপযুক্ত কারণ ছাড়া রাস্তায় গাড়ি বা বাইক বের করা যাবে না। রাস্তায় মাস্ক না পরে বেরোলে, বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবারই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। কিন্তু, সেই বিধি অমান্য করে রাতের কলকাতায় দেখা যাচ্ছে গাড়ি-বাইক। কোথাও দেখা যায় গভীর রাতেও মাস্ক ছাড়াই চলছে আড্ডা, কোথাও দোকানও খোলা। এমনকী, নাইট কার্ফুর মধ্যেও, মত্ত অবস্থায় চালককে বেরিয়ে পরতে দেখা গিয়েছে।শুধু রাস্তা নয় হোটেল-রেস্তোরাঁয় নিয়মভঙ্গের ছবি ধরা পড়ে। যার পরিপ্রেক্ষিতে নতুন করে এই বিধি-নিষেধ জারি করা হলো বলে মনে করা হচ্ছে।