এই মুহূর্তে জেলা

ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ বাঁচাতে ঝাঁটা হাতে রাস্তায় নামলো আরামবাগের প্রশাসনিক কর্তারা।

আরামবাগ, ২৫ জুলাই:- ক্লিন আরামবাগ, সেফ আরামবাগ কর্মসূচি হলো আরামবাগ ব্লক জুড়ে। এই কর্মসূচিতে আরামবাগ ব্লকে প্রায় দশ হাজার মানুষ একযোগে ১৫ টি অঞ্চল ও পঞ্চায়েত সমিতিতে অংশ গ্রহন করেন। ঝাড়ু হাতে আরামবাগের বিডিও ও জয়েন্ট থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া ও কর্মাধ্যক্ষ শুনিল সামন্ত সহ অন্যান্যরা অংশ নেন। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও করোনা পরিস্থিতিতে পরিবেশ সুস্থ ও স্বাভাবিক রাখতে এই সাফাই অভিযান চলে। প্রতি মাসে দুইবার করে সারা ব্লক জুড়ে এই কর্মসূচি চলছে। আরামবাগ ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে, আরামবাগ ব্লককে ডেঙ্গু মুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়। সারা ব্লকে হেল্থ কর্মী রয়েছে প্রায় ২৫০০০ হাজার। এরা নিজ উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে নিজের বাড়ির চারপাশ মাসে দুুইবার করে পরিস্কার করছেন। এদিন এক যোগে ব্লক জুড়ে কর্মসূচি চলে।

এই বিষয়ে আরামবাগের বিডিও কৌশিক ব্যানার্জী জানান, এলাকার মানুষকে পরিবেশকে সুস্থ রাখতে সচেতনতা করার পাশাপাশি ক্লিন আরামবাগ সেফ আরামবাগ কর্মসূচি নেওয়া হয়েছে আরামবাগের হেল্থ কর্মীরাও এই কর্মসূচিতে নিজ উদ্যোগে সামিল হয়েছে। প্রায় ২৫০০০ হাজার সদস্যের মধ্যে প্রতি কর্মসূচিতে প্রায় দশ হাজার মানুষ সামিল হচ্ছেন। এতে করে অনেকটাই এলাকাকে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে পারছি। আশা করি ডেঙ্গু রোগ প্রতিরোধে এই কর্মসূচি অনেকটাই ফলপ্রসূ হবে। পাশাপাশি জয়েন্ট বিডিও সভ্যসাচী দাস বলেন, আরামবাগকে ডেঙ্গু মুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে করোনা পরিস্থিতিতে মানুষ অনেকটাই সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারবে। অন্যদিকে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া জানান, এদিন আমরা পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিসের চারপাশ সাফাই অভিযান করেছি। প্রতিটি পঞ্চায়েত এলাকাতেও এই কর্মসূচি হচ্ছে। সবমিলিয়ে আরামবাগকে ডেঙ্গু মুক্ত করতে ও পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।