এই মুহূর্তে কলকাতা

রাজ্যের নির্দেশ এলেই প্রতি জেলায় একাধিক অক্সিজেন প্লান্ট তৈরি করবে স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ২৪ জুলাই:- রাজ্যে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যন্ত এলাকায় অক্সিজেন সরবরাহে যেন কোনো ঘাটতি না হয় রাজ্য সরকার সেই বিষয়টিতে গুরুত্ব দিয়েছে। রাজ্যের নির্দেশ হাতে আসার পরে স্বাস্থ্য দপ্তর প্রতি জেলায় একাধিক অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। সুন্দরবনের গোসাবা, পাথরপ্রতিমা, সাগরদ্বীপ সহ উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং এও চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে চৌদ্দটি লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট এবং ১১৫ টি প্রেসার সুইং আডসর্পশন প্লান্ট তৈরির কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন জেলার প্রত্যন্ত এবং দুর্গম এলাকার জন্য পাঁচ হাজারটি অক্সিজেন কনসেনট্রেটর রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর।