এই মুহূর্তে জেলা

গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

আরামবাগ, ২৪ জুলাই:- এক গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মলয়পুর এর নালিচক গ্রামে। বিশেষ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে ওই গৃহবধূ প্রেম করে বিয়ে করেছিল মলয় পুর গ্রামের নালীচকের এক যুবককে। মৃত গৃহবধূর নাম জবা পোড়েল। তার স্বামীর নাম শুভ পোড়েল। মেয়ের পরিবারের অভিযোগ, প্রতিদিনই যৌতুক চাওয়ার চাপ দিত ওই গৃহবধূকে।

শ্বশুরবাড়ির অত্যাচারের গত শুক্রবার ওই গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ তোলে মেয়ের পরিবারের লোকেরা। এর পরিপ্রেক্ষিতে শনিবার গৃহবধূর স্বামী শুভ পোড়েল, আরামবাগ থানায় এসে নিজেকে স্যালেন্ডার করে। মেয়ের পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে মারধর করা হয়েছে। চড় মারার দাগ আছে, কখনোই পুড়ে মরতে পারে না। শ্বশুর বাড়িতে যৌতুকের চাপ দেওয়ার জন্যই মেয়েটি মারা গেছে। অন্যদিকে ছেলের পরিবারের দাবী, তাকে কেউ মারধর করেনি, রান্না করার সময় গ্যাসের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বলে জানান তারা।