এই মুহূর্তে জেলা

করোনাকে রুখতে বাজার বন্ধের নির্দেশ বিধায়কের।

সুদীপ দাস, ২৩ জুলাই:- সকালে নিজেই জমায়েত করে পেগাসাসের বিরুদ্ধে সরব, কিছুক্ষন পর সেই জমায়েতকে সঙ্গী করেই করোনার প্রভাব রুখতে বাজার বন্ধের নির্দেশ বিধায়কের। শুক্রবার করোনাকে ঠেকাতে আখেরে করোনা বিধি লঙ্ঘনের ছবিই উঠে এলো চুঁচুড়ায়। সৌজন্যে খোদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পূর্বঘোষনা অনুযায়ী শুক্রবার সকাল ৯টা নাগাদ পেগাসাসের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচি আয়োজিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। সেই কর্মসুচির নেতৃত্বে ছিলেন বিধায়ক অসিত মজুমদার। সেখানে পেগাসাসের জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ানো তো হলো, কিন্তু ক্ষোভ প্রকাশ করতে গিয়ে করোনা বিধির কথাই ভূলে গেলেন বিধায়ক এন্ড কোম্পানি। শারিরীক দূরত্বের ধার ধারতে দেখা গেলো না কাউকেই।

এরপরই বিধায়কের কর্মসূচি ছিলো চুঁচুড়া মল্লিককাশেম হাটে গিয়ে করোনার বিরুদ্ধে প্রচার করা। চুঁচুড়ার মল্লিককাশেম হাট পুরসভার ১৪, ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডের মধ্যে পরে। এই তিনটি ওয়ার্ডের মধ্যে ১৪ এবং ১৬ সম্পূর্ণ ও ১৫নম্বর ওয়ার্ডের কিছুটা অংশকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষনা করা হয়েছে। তাই মল্লিককাশেম হাটে সপ্তাহে ৭ দিন বাজার খোলা রাখা যাবে বলে প্রশাসনিক স্তরে ঠিক করা হয়। কবে কবে বাজার খোলা যাবে আর কবে খোলা যাবে না সেবিষয়ে করা বিধায়কের প্রচারেই এদিন করোনা বিধি লঙ্ঘিত হলো। রিতিমত গাদাগাদি করে কনটেনমেন্ট জোনের মধ্যে প্রচার করতে দেখা গেলো বিধায়ক সহ তৃণমূল নেতা-কর্মীদের। যা দেখে বিরোধীদের পক্ষে বিজেপি নেতা স্বপন পালের কটাক্ষ করোনাকে তাড়াতে নয়, আখেরে করোনাকে ডেকে আনতেই এভাবে ভিড় করে কর্মসুচি পালন করছেন বিধায়ক।