কলকাতা, ২৩ জুলাই:- ২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যের মানুষের জন্য পরিশ্রুত পানীয় জলের ওপর জোর দিয়েছিল মা, মাটি, মানুষের সরকার। তার পর এক দশক কেটে যাওয়ার পর এই লক্ষ্যে অনেকটা পথই এগিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে জলস্বপ্ন নামে এক প্রকল্প হাতে নেয় সরকার। সূত্রের খবর, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামাঞ্চলের ১ কোটি ৭৩ লক্ষ বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নবান্নের সংশ্লিষ্ট দপ্তর সুত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ১৭ লক্ষ ৫৩ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। সুত্র মারফৎ আরও জানা গিয়েছে, শুধু চলতি আর্থিক বছরেই রাজ্যের ১ কোটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার চলতি আর্থিক বছরে রাজ্যের জন্য ৪৮ লক্ষ বাড়িতে পানীয় জল পৌছে দেওয়ার লক্ষ্যমাত্রা দিয়েছিল।
রাজ্য সরকার সেই লক্ষ্যমাত্রাকে প্রায় দ্বিগুণ করার লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। এই প্রকল্পের কাজে গতি আনতে কর্মী সংখ্যা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর এই প্রকল্পে শীঘ্রই আরও ৬০ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে। এর মধ্য অর্ধেক সহকারী সিভিল ইঞ্জিনিয়ার ও বাকিরা জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পদমর্যাদার। চুক্তির ভিত্তিতে এই ৬০ জন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করবে সংশ্লিষ্ট দপ্তর। চার বছরের জন্য এই প্রকল্পে তাদের নিয়োগ করা হবে বলেই সুত্র মারফৎ জানা গিয়েছে।এরই মধ্যে চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য প্রয়োজনীয় সম্মতিও মিলেছে। এ ছাড়াও রাজ্যের ৩২৮টি বিডিও অফিসের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়াররাও প্রয়োজন অনুযায়ী এই জলস্বপ্ন প্রকল্পের কাজে সহায়তা করবেন। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের ৫০ শতাংশ দিচ্ছে রাজ্য সরকার। আর বাকি ৫০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার।