এই মুহূর্তে জেলা

পেগাসাসের বিরুদ্ধে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক।

সুদীপ দাস , ২৩ জুলাই:- ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের বিরুদ্ধে এবারে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার সকাল ৯টা নাগাদ চুঁচুড়া ঘড়ির মোড়ে পেগাসাসের প্রতিবাদ স্মরূপ মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি-চুঁচুড়া পুরসভার তৃণমূল কো-অর্ডিনেটর ও শহর তৃণমূলের নেতা-কর্মীরা। পেগাসাসের মাধ্যমে ফোনে আড়িপাতার অভিযোগ তুলে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরেন তৃণমূল নেতা-কর্মীরা। এখান থেকে মোদী সরকারের অপসারনের দাবী তুলে ২০২৪-এ তৃণমূল নেত্রী মনতা বন্দ্যোপাধ্যায়কে দেশের মসনদে বসানোর অঙ্গীকার করা হয়।