এই মুহূর্তে কলকাতা

বিভিন্ন দপ্তরের সমন্বয়ের লক্ষ্যে উইনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার।

কলকাতা , ২১ জুলাই:- রাজ্য সরকারের প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের রূপায়নের বিভিন্ন স্তরে অগ্রগতি পর্যালোচনা করতে সংশ্লিষ্ট দপ্তর গুলির সুষ্ঠু সমন্বয় লক্ষ্যে ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। এশিয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্যের অর্থ দপ্তরের কাজকর্মের সংস্কার কর্মসূচির অঙ্গ হিসেবে এটি চালু হচ্ছে। ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলার জন্য অর্থ দপ্তর একটি দশ সদস্যের কমিটি গঠন করেছে।

তাদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অর্থ দপ্তরের সচিব সুদীপ সিনহার নেতৃত্বাধীন ওই কমিটিতে পূর্ত, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি, পুর ও নগর উন্নয়ন, সেচ ও জলপথ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধিরা থাকবেন। রাজ্য সরকারের যে কোন ঘোষিত প্রকল্পের প্রথম থেকে শেষ ধাপ এর উপর নজরদারি চালাবে এই কমিটি। দরপত্র প্রস্তুত থেকে শুরু করে প্রকল্পের কাজের অগ্রগতি, কাজের মান, সময়ানুবর্তিতা, উপভোগ তাদের সঙ্গে মতামত বিনিময়ের মত নানা কাজের দায়িত্ব এই কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে।