এই মুহূর্তে জেলা

স্মরণে , বরণে শহীদ দিবস পালন রিষড়ায় তৃণমূলের।

তরুণ মুখোপাধ্যায় ,২১ জুলাই:- সারা রাজ্যের সঙ্গে হুগলির রিষড়ার বিভিন্ন ওয়ার্ডে পালিত হলো শহীদ দিবসের অনুষ্ঠান। ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণে অভিযানে পুলিশের গুলিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিন সকালে রিষড়ার ২২,২৩ এবং ১৭ নম্বর ওয়ার্ড সহ প্রতিটি ওয়ার্ডে শহীদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ তর্পণ এর সূচনা হয়। পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান গত ২৪ বছর ধরে তৃণমূল কর্মীরা শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন এই দিনটি। সেদিনের বাম সরকারের নৃশংস অত্যাচার এর বলি হিসেবে যে ১৩ জন শহীদ হয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন দলের সর্ব স্তরের কর্মীরা।

কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী জানান প্রতি বছরের মতো এ বছরও আমরা দিনটি বিনম্র শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং এখানকার ২২,২৩ নম্বর ওয়ার্ডের কর্মীরা যৌথভাবে দিনটি পালন করছে। এছাড়াও এদিন সকালে ১৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শুভজিৎ সরকারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা দিনটি পালন করেন। পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান করা হয়। এখানে উপস্থিত ছিলেন পৌরপ্রশাসক বিজয় সাগর মিশ্র। বেলা গড়াতেই প্রতিটি ওয়ার্ডের তৃণমূল কর্মীরা দলে দলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে টিভি এবং জয়েন্ট স্কিনের সামনে বসে পড়েন। সব মিলিয়ে এদিনের শহীদ তর্পনের অনুষ্ঠান শ্রদ্ধা সহকারে রিষড়া শহর জুড়ে পালন করলেন তৃণমূল কর্মীরা।