এই মুহূর্তে জেলা

হাওড়ায় প্রতিটি ব্লকেই পালিত হবে ২১জুলাই শহীদ দিবস , জানালেন অরূপ রায়। 

হাওড়া, ২০ জুলাই:- কোভিড পরিস্থিতিতে ধর্মতলায় শহীদ সমাবেশ না হলেও হাওড়ায় প্রতিটি ব্লকেই পালিত হবে ২১ জুলাই শহীদ দিবস। জায়ান্ট স্ক্রিনে মমতার ভাষণ সরাসরি লাইভ দেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে হাওড়ায়। অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নাম ২১ জুলাই। শহীদদের বলিদানকে সম্মান জানানোর নাম ২১ জুলাই। তেরো জন শহীদের স্মরণে আজীবন লড়াই করার নামই ২১ জুলাই। বর্তমান করোনা পরিস্থিতির জন্য এবার এই দিনটি পালিত হবে জনসমাগমে নয়, ভার্চুয়ালি। বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। আর তা রাজ্যের প্রতিটি জেলায় মোবাইল লিঙ্কের মাধ্যমে ও জায়ান্ট স্কিনে যে যার এলাকায় বসে দেখবেন মানুষ।

হাওড়া জেলার প্রতিটি ব্লকে ব্লকে মানুষ সামিল হবেন অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। হাওড়া সদরের দলের চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, তেরো জন শহীদদের ছবি দিয়ে হোডিং করে তাঁদের শ্রদ্ধা জানানো হবে হাওড়ায়। জেলা সদর অফিসেও পালন করা হবে এই অনুষ্ঠান। দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা ব্যবহার করে পালন করা হবে এই দিনটি। বড় স্ক্রিন  বসিয়ে শোনা হবে মানবদরদী, জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অরূপবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ যিনি দেশের প্রকৃত উন্নতি সাধন করতে পারবেন। গোটা দেশে একটা বিরোধী হাওয়া বইছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই এই বিজেপি সরকারকে দমাতে পারবেন বলে জানান মন্ত্রী অরূপ রায়।