এই মুহূর্তে জেলা

ভ্যাকসিন দুর্নীতি ইস্যুতে হাওড়া গ্রামীণে বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ। 

হাওড়া, ১৯ জুলাই:- ভ্যাকসিন দুর্নীতি ইস্যুতে সোমবার ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া জেলা (গ্ৰামীণ) এর উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ তুলে এর  প্রতিবাদে আন্দোলনে সামিল হন যুব মোর্চার সমর্থকেরা। হাওড়া গ্রামীণ বিজেপি যুব মোর্চার নেতৃত্বে এদিন সকাল  থেকেই হাওড়া গ্রামীণের আমতা হাসপাতালের সামনে ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

 

এই কার্যক্রমে হাওড়া গ্রামীণ বিজেপির প্রায় সকল নেতা, নেত্রী ও কর্মীবৃন্দরা  উপস্থিত ছিলেন। হাওড়া গ্রামীণ বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল জানান, ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে বিজেপির উলুবেড়িয়া উত্তর বিধানসভার ১ নম্বর মন্ডলের নেতৃত্বে এবং মহিলা মোর্চা ও যুব মোর্চার উদ্যোগে এদিন আমতা গ্ৰামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। রাস্তায় বসে প্ল্যাকার্ড হাতে নিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন যুব মোর্চার সমর্থকেরা।