এই মুহূর্তে জেলা

টিটাগর চটকল শ্রমিকদের আয়োজিত রক্তদান শিবিরে বিমান বসু।

উত্তর ২৪ পরগনা, ১৮ জুলাই:- টিটাগর চটকল শ্রমিকদের আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বিমান বসু। বি সি এম ইউ ইউনিয়নের উদ্যোগে টিটাগর কেলভিন জুট মিল এবং এম্পরিয়াম জুট মিলের যৌথ উদ্যোগে ৩ শহীদ স্মরণে দীপক মজুমদার শোভা রাজভর এবং জামাল আক্তারের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসেন কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা এবং বারাসাত হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা মোট 120 জন মানুষ তাদের শরীরের মূল্যমান রক্ত স্বেচ্ছায় দান করেন এবং একই সাথে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির সংঘটিত হয়।

ইসিজি বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষা করা হয় ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এই একই মঞ্চে ৩ শহীদ পরিবারের মানুষের হাতে বিমান বসুর হাত দিয়ে সম্বর্ধনা জানানো হয় এবং মানপত্র তুলে দেওয়া হয় ও দেবব্রত রায় চৌধুরী বিশিষ্ট শিক্ষক দশ হাজার টাকা গণশক্তি পত্রিকার জন্য বিমান বসুর হাতে টাকা তুলে দেন। এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিমান বসু সহ সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি এবং সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য নেপাল দেব ভট্টাচার্য সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য গার্গী চ্যাটার্জী বি সি এম ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি তড়িৎ বরণ তপদার ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদ্বীপ মিত্র

বিশিষ্ট ডাক্তার ফুয়াদ হালিম ডাক্তার প্রবীন কুমার শতরূপ ঘোষ এস এফ আই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর প্রাক্তন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান বিজলী মিত্র সপ্তর্ষি দেব এছাড়াও উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য এই রক্তদান শিবিরে বিমান বসু বলেন আমি অনেক রক্ত দিয়েছি এমনকি বছরে কোন সময় তিনবার আবার কোন সময় 4 বার দেওয়া হয়েছে আমি অনেক রক্তদান শিবিরে গেছি কিন্তু মনে পড়ে না এইরকম শ্রমিকদের রক্তদান শিবিরে আমি অংশগ্রহণ করেছি চটকল শ্রমিকদের পক্ষ থেকে এই ধরনের রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত করার জন্য তাদের প্রশংসা করেন।