এই মুহূর্তে জেলা

সরকারি নির্দেশ মেনেই রাত ৮ টা বাজলেই দোকান বন্ধ করার নির্দেশ রিষড়া থানার উদ্যোগে।

সুদীপ দাস, ১৮ জুলাই:- সন্ধ্যা সাড়ে সাতটার পর পথে নামলো রিষড়া থানার পুলিশ। সঙ্গে ছিলেন রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান। রিষড়ার মোড়পুকুর, লক্ষিপল্লী মোড়, বাঙ্গুর পার্ক, চারবাতি মোড়, বাঁশতলা মোড়, বাগখাল সমস্ত দোকানদারকে ৮ টার মধ্যে দোকান বন্ধের অনুরোধ জানান। ঔষধের দোকান ও চশমার দোকানই এই বিধি নিষেধের বাইরে থাকছে। পাশাপাশি বেশকিছু দোকানে ভিড় বেশী থাকায় এবং মাস্কহীন মানুষ থাকায় পুলিশের ধমকের মুখে পরেন অনেকেই। রাত ৮ টা বাজতেই দোকান বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। রিষড়া পৌরসভার পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন করোনার ৩য় ঢেউ রুখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। রাত ৯ টার পরে অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ যেন পথে না বের হয়। পাশাপাশি দোকানপাট সরকারী নির্দেশ মেনে খোলা রাখার আবেদন জানানোর পাশাপাশি আমরা মাইক প্রচার করলাম। এরপরও কেউ সরকারী নির্দেশ না মানলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।