এই মুহূর্তে জেলা

বৃক্ষরোপন কর্মসূচি গড় মান্দারণে।

আরামবাগ , ১৭ জুলাই:- আরামবাগ মহকুমার গোঘাট বিধানসভার মান্দারন পঞ্চায়েতের গড় মান্দারনে বৃক্ষরোপণ কর্মসূচি হলো শনিবার। এদিন এই কর্মসূচিতে উপস্থিত আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার, স্থানীয় জয়েন্ট বিডিও ও অঞ্চল প্রধানসহ অন্যান্যরা। জানা গিয়েছে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরন্য সপ্তাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো সবুজায়ন। সেই মতো সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। সেই মতো গোঘাটের মান্দারনেও এই কর্মসূচি হয়।

এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার জানান,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়েই অরন্য সপ্তাহ কর্মসূচি চলছে।আমরা ধাপে ধাপে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গাছ লাগাচ্ছি। তবে শুধু গাছ লাগানোর পাশাপাশি তাকে পরিচর্যা করতে হবে। বর্তমানে পৃথিবীর উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। এর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে গাছ লাগাতে হবে। সবমিলিয়ে এদিন গোঘাটের মান্দার এলাকায় বৃক্ষরোপন উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ ছিলো বেশ চোখে পড়ার মতোন।