এই মুহূর্তে কলকাতা

সব ধরণের কোভিড সুরক্ষা মেনেই আগামীকাল নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

কলকাতা, ১৬ জুলাই:- সব ধরনের কোভিড সুরক্ষা বিধি মেনেই রাজ্যে আগামীকাল জয়েনট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিকাশ ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন মুখ্য সচিবের নেতৃত্বে পর্যালোচনা করেই সংশ্লিষ্ট ২৭৪ টি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই বছর মোট পরীক্ষার্থী রয়েছেন ৯২ হাজার ৬৯৫ জন। যার মধ্যে ৩১ হাজার ৫৯৪ জন ভিন রাজ্যের বলে তিনি জানিয়েছেন।

আগামীকাল সকাল ৬টা থেকেই বোর্ডের কন্ট্রোল রুম খোলা থাকবে। যার হেল্পলাইন নম্বর ০৩৩-২৩৬৭ ১১৫৯ এবং ২৩৬৭ ১১৪৯। এছাড়া টোল ফ্রি নম্বর ১৮০০-১০২৩-৭৮১ নম্বরে ফোন করেও এই সংক্রান্ত বিষয় জানা যাবে। আগামীকাল পরীক্ষার্থীরা এ্যাডমিট কার্ড দেখিয়ে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের শহরতলীর বিশেষ ট্রেনে চড়তে পারবেন বলে তিনি জানান।