হাওড়া, ১৫ জুলাই:- রাজ্যে জাল ভ্যাকসিন কেলেঙ্কারি ও ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে হাওড়া জেলা সদরে বিজেপি যুব মোর্চার ডাকে বৃহস্পতিবার দুপুরে সিএমওএইচ অফিস চলো কর্মসূচি নেওয়া হয়। বঙ্কিম সেতুর ফ্লাইওভার চত্বরে জমায়েতের পর ওমপ্রকাশ সিং, উমেশ রাই প্রমুখের নেতৃত্বে মিছিল আসে সিএমওএইচ অফিসের সামনে। সেখানে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। যুব মোর্চা কর্মীরা সেখানে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায়। পরে তাদের এক প্রতিনিধি দল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেন। এদিনের কর্মসূচি সম্পর্কে হাওড়া জেলা যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং বলেন, কলকাতায় ভুয়ো ভ্যাকসিন স্ক্যান্ডেল দেখা গিয়েছে। এবার হাওড়ায় নতুন স্ক্যান্ডেল চালু হয়েছে।
কাউন্সিলর, বিধায়ক, সাংসদের বাড়ি থেকে আগেই কুপন বিলি করা হচ্ছে। অথচ ভোরে লাইন দিয়ে ভ্যাকসিন নিতে যাওয়া মানুষেরা দুপুরে জানছেন ভ্যাকসিন দেওয়া হবে না। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রতিটি রাজ্যের তুলনায় এরাজ্যে অনেক ধীরে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছে। এরই প্রতিবাদে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। কোভিড প্রোটোকল মেনে আজকের এই আন্দোলন সংগঠিত করা হয়েছে। আগামী দিন এই ইস্যুতে বৃহত্তর আন্দোলন করা হবে। আমাদের দাবি ধর্ম, জাতি, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সকল মানুষকেই ভ্যাকসিন দেওয়া হোক। মোদি সরকার বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে। মাঝখানে অন্য কেউ দাঁড়ালে তা মেনে নেওয়া যাবেনা।