আরামবাগ, ১৩ জুলাই:- অনলাইনের মাধ্যমে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলো প্রশাসন। এদিন তাই আরামবাগের রবীন্দ্রভবনের রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেলো। প্রশাসনিক সুত্রে জানা গিয়েছে, রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতা মুলক। যদি আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক না হয় তাহলে পরবতী কালে রেশনে খাদ্য সামগ্রী পেতে অসুবিধা হবে।এই জন্য আরামবাগের রবীন্দ্র ভবনে রেশন ডিলার, স্থানীয় প্রধানদের সঙ্গে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। একদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ খাদ্য দপ্তরের এক আধিকারিক, আরামবাগ ব্লকের জয়েন্ট বিডিও, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া, কর্মাধ্যক্ষ শুনিল সামন্ত, জগন্নাথ দাস, দিপক মাঝি, অভিজিৎ রায় ও জেলা পরিষদের সদস্য শিশির সরকারসহ অন্যান্যরা।প্রশাসন সুত্রে আরও জানা গিয়েছে, জুলাই মাস থেকেই বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার কাজ শুরু হয়ে যাবে।
যাদের লিঙ্ক হবে না তাদের পরবর্তীকালে গ্রামে ক্যাম্প করে আবারও লিঙ্ক করে দেওয়া হবে। এরপরও যদি রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না হয় তাহলে পরবতী কালে আবারও নোটিশ করে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করে দেওয়া হবে। অযোথা আতঙ্কিত হবার মতো কিছু নেই বলে জানান বৈঠকে উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা।এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া জানান, দুয়ারের রেশন প্রকল্পের প্রাথমিক ভাবে সুচনা হয়ে গেলো। এলাকার প্রত্যেকটি মানুষের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা নিয়ে এদিন রবীন্দ্র ভবনে বৈঠক হলো। জুলাই মাস থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু হয়ে যাবে। সবমিলিয়ে এদিন আরামবাগে রবীন্দ্র ভবনে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক নিয়ে বৈঠকের মাধ্যমে দুয়ারে রেশন প্রকল্পের প্রাথমিক সুচনা হলো বলা যেতে পারে।