এই মুহূর্তে জেলা

ভুয়ো পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ এবার জগাছায়।

হাওড়া, ১১ জুলাই:- দেবাঞ্জন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ উঠল খোদ হাওড়ায়। যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে। অভিযোগ, তিনিও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন। পরিচয় ভাঁড়িয়ে তিনি ভালবেসে বিয়েও করেছিলেন বলে অভিযোগ। অভিযুক্তের বাড়ি হাওড়ার জগাছায়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গত মে মাসে অভিযোগও জমা পড়েছে জগাছা থানায়। জানা গেছে, ২০১৯ এর নভেম্বরে রেজিস্ট্রি ম্যারেজ হয়। পরের বছর সামাজিক বিয়ে হয়। এরপর মিউচুয়াল ডিভোর্স হয় মার্চে।

হাওড়ার জাগাছা থানায় অভিযোগ দায়ের হয় মে মাসে। স্ত্রীর অভিযোগ, নীলবাতির গাড়ি নিয়ে মাঝেমধ্যে বাড়ির সামনে আসতেন তাঁর স্বামী। বিদেশেও গিয়েছিলেন। স্ত্রীর সন্দেহ হয়, যিনি নিজেকে সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দেন তিনি এতো ছুটি পান কিভাবে? স্ত্রীর দাবি, উনি নিজেকে কখনও সিবিআই আধিকারিক, কখনও রেলের আধিকারিক, কখনও লালবাজারে পোস্টিং বলে বিভিন্ন পরিচয় দিতেন। স্ত্রীর সন্দেহ হয় যে এতো বড়ো পদে উনি আছেন বলেন, অথচ তিনি সারাক্ষণ বাড়িতে থাকেন কিভাবে ? স্বামী-স্ত্রী’র মধ্যে ঝামেলার পর গত মে মাসে হাওড়া জগাছা থানায় স্ত্রী অভিযোগ করেন। তবে, অভিযুক্ত এখনও গ্রেফতার হননি।