হুগলি, ৮ জুলাই:- বিডিওর বদলি রুখতে বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ এলাকার মানুষের। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট দুই নম্বর ব্লকে। আসলে সাধারণ মানুষের উন্নয়নের কাজে ব্রতী হবার শপথ নিয়ে বিডিও হিসাবে কাজে যোগ দিয়েছিলেন গোঘাট দুই নম্বর ব্লকের বিডিও অভিজিৎ হালদার। সেই কাজটি তিনি সরকারি নির্দেশ ও আইন মেনে গোঘাটবাসীর উন্নয়নে কাজ করেছেন। সরকারি প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে করোনা পরিস্থিতিতে সব সময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন। সরকারি পরিসেবা পৌঁছে দেবার জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন। এই রখম এক কাজের মানুষ ও গোঘাট দুই নম্বর ব্লকের বিডিও অভিজিৎ হালদার এলাকার মানুষের কাছে অজানতেই খুবই প্রিয় হয়ে উঠেছিলেন।
গোঘাটবাসীর আস্থাশীল আমলায় পরিনত হন তিনি। কিন্তু হঠাৎ করে গোঘাট দুই নম্বর ব্লকের বিডিও অভিজিৎ হালদারের বদলির খবর জানাজানি হতেই এলাকার মানুষ হতাশ ও চিন্তাগ্রস্থ হয়ে পড়েন। বিডিওর বদলি রুখতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন তারা। জানা গিয়েছে গোঘাট বিধানসভার ২ নম্বর ব্লকের বিডিওর বদলির প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষ। এরপর কামারপুকুর চটিতে দীর্ঘ কয়েক ঘন্টা পথ অবরোধও করে বিক্ষোভকারীরা। বিডিও অভিজিৎ হালদার প্রচুর কাজ করেছেন, তাই তাকে অপসারণ করা যাবে না, এমনটাই দাবি সাধারণ মানুষের। এই বিষযে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানান তারা।