এই মুহূর্তে জেলা

রিষড়া থানার কর্মসূচিতে যোগ দিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন রিষড়া পৌরসভার মুখ্য-প্রশাসক।

হুগলি, ৮ জুলাই:- কথায় বলে এক ঢিলে দুপাখি মারা। সেটাই বাস্তবে করে দেখালেন রিষড়া পৌরসভার পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র। রাজ্য সরকারের কর্মসূচি সেভ ড্রাইভ সেফ লাইফ রিষড়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়। সেখানে তিনি একদিকে যেমন পৌরসভার পক্ষ থেকে সামিল হন এই কর্মসূচিতে, পাশাপাশি সাইকেল চালিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের বার্তাও মানুষকে দেন। রিষড়া থানার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এবং বাগখালে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। এই কর্মসূচীতে ছিলেন রিষড়া পৌরসভার পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র,

থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান, রিষড়া পৌরসভার কোঅর্ডিনেটার মনোজ গোস্বামী, শুভজিত সরকার ও অভিজিৎ দাস সহ থানার বিভিন্ন পুলিশকর্মীরা। বিজয় বাবু জানান আমরা যখন রাস্তায় বাইক নিয়ে বের হই সেই সময়ে প্রত্যেকের উচিত হেলমেট ব্যবহার করা। হেলমেট ছাড়া বাইক নিয়ে কখনই রাস্তায় বেরোনো উচিত নয়। আমরা যখন বাড়ি থেকে বের হয়ে যতক্ষণ না বাড়ি ফিরি ততক্ষণ বাড়ির লোকেরা চিন্তায় থাকেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্কপ্রসূত পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির আজকে কয়েক বছর ধরে পালন করা হচ্ছে, এর ফলে রাজ্যে পথ দুর্ঘটনা বহুলাংশে কমে গেছে।