এই মুহূর্তে কলকাতা

ইয়াসে ক্ষতিগ্রস্থ সাত জেলায় ৩০ হাজার পরিবারকে দুয়ারে ত্রাণ প্রকল্পের টাকা দিলো রাজ্য সরকার।

কলকাতা, ৬ জুলাই:- ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাত জেলার ৩০ হাজার পরিবারের পরিবারের কাছে দুয়ারে ত্রাণ প্রকল্পের টাকা পৌঁছে দিল রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ইতিমধ্যে ২৩.৫৮ কোটি টাকা ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন দুয়ারে ত্রাণ প্রকল্পে ৭ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শেষ করতে হবে।

সেই অনুযায়ী দ্রুত গতিতে কাজ চলছে। নবান্ন সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে ৫ জুলাই— প্রথম ৫ দিনেই সাত জেলার ৩০ হাজার পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৩.৫৮ কোটি টাকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কৃষি ক্ষেত্রে প্রায় ১৯ লাখ ৫৮ হাজার পরিবারকে ২৭৭ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে বলে দপ্তর সুত্রে জানা গেছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি, ঘর মেরামত বাবদ প্রথম দফায় ৭টি জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে ৫০ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।