এই মুহূর্তে কলকাতা

বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়নে জোর দিলো রাজ্য সরকার।

কলকাতা, ৬ জুলাই:- রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের দিকটি দ্রুত কার্যকরী করার জন্য জেলা শাসক এবং পুরকমিশনারদের চিঠি দিয়েছে। মূলত বিভিন্ন সরকারি পরিষেবা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার গত বছরের অক্টোবর মাসে বিজ্ঞপ্তি জারি করে এই কেন্দ্রগুলি তৈরি করলেও ইন্টারনেট, কম্পিউটার, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার মতো বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটি থাকায় সাধারণ মানুষ পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হওয়ায় মুখ্য সচিব এইচ কে দ্বিবেদির লেখা চিঠিতে অসন্তোষ প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত রাজ্যে বর্তমানে ২৫১ টি এই ধরনের বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। তার মাধ্যমে রাজ্য সরকারের ৩৮ টি বিভাগের পরিষেবা পাওয়া যায়। কিন্তু এই কেন্দ্রগুলির বেশিরভাগই দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যা রয়েছে বলে রাজ্য সরকারের কাছে অভিযোগ আসতে থাকে। কেন্দ্রগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যারা অন্যান্য জায়গায় কাজ করছেন তাদের দ্রুত কেন্দ্রে ফিরিয়ে আনা, কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়নে নিয়মিত রিভিউ মিটিং সহ এগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য চিঠিতে সাত দফা পরামর্শ দেওয়া হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে।