এই মুহূর্তে জেলা

করোনা বৃদ্ধি রুখতে হাওড়ায় আজ সকাল থেকে দোকানপাট বাজার সব বন্ধ।

হাওড়া, ২৮ জুন:- করোনা বৃদ্ধি রুখতে হাওড়া শহরে কন্টেনমেন্ট জোন এলাকায় তিনদিনের জন্য আজ সোমবার সকাল থেকে দোকানপাট বাজার সব বন্ধ রয়েছে। প্রশাসন সূত্রের খবর, হাওড়া শহরের বেশ কিছু এলাকায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল। সেই কারণেই হাওড়া শহরের কয়েকটি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তা সত্ত্বেও কন্টেনমেন্ট জোন এবং তার কাছাকাছি এলাকায় করোনা সংক্রমনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন জেলা প্রশাসন কন্টেনমেন্ট জোন এলাকার কাছাকাছি বাজারগুলি আজ সোমবার সকাল থেকে তিন দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার থেকেই তার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের তরফ থেকে আরও জানা গিয়েছে, এ ব্যাপারে বিভিন্ন বাজার কমিটির সঙ্গে কথা হয়েছে। মানুষের সুবিধার কথা মাথায় রেখে কিছু বাজার রবিবার এবং কিছু বাজার সোমবার থেকে বন্ধ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল হাওড়া শহর এলাকার মোট ৬টি বাজার বন্ধ রাখা হবে। এরমধ্যে উত্তর হাওড়া ৪টি, সাঁকরাইল ও ডোমজুড়ে ১টি করে বাজার বন্ধ থাকবে। ওই সময় প্রশাসনের তরফ থেকে বাজারগুলিকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্তকরণের কাজ হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। ওই সময় কোনও সবজি বিক্রেতা গাড়ি নিয়ে ওইসব কন্টেনমেন্ট এলাকায় সবজি সহ প্রয়োজনীয় জিনিসপত্র পাড়ায় গিয়ে বিক্রি করতে পারবেন।

পুরসভার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নস্করপাড়া বাজার রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিনদিন বন্ধ থাকবে। হরগঞ্জ বাজার, বেলুড় বাজার ও রবীন্দ্র সরণি সুপার মার্কেট সোমবার, মঙ্গলবার ও বুধবার বন্ধ থাকবে। সব দোকানদারদের বর্তমান মহামারীর সময় সপ্তাহে দু’দিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি দিনগুলি সরকারের কোভিড বিধি মেনে খোলা রাখতে হবে। দোকানদাররা যাতে নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখে তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। করোনা নিয়ন্ত্রণ করার জন্যই এই ব্যবস্থা। এই ব্যবস্থা শুধুমাত্র এই সপ্তাহের বহাল থাকবে। তারপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।