এই মুহূর্তে জেলা

বৃষ্টির জমা জলে মিশছে কলকারখানার রাসায়নিক বর্জ্য। প্রতিবাদে রাস্তা অবরোধ লিলুয়ার পটুয়াপাড়ায়।

হাওড়া, ২৭ জুন:- বৃষ্টির জমা জলে মিশছে কলকারখানার রাসায়নিক বর্জ্য। প্রতিবাদে রাস্তা অবরোধ লিলুয়ার পটুয়াপাড়ায়। হাওড়া পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লিলুয়া পটুয়াপাড়ায় গত কয়েকদিন ধরেই দুর্গন্ধযুক্ত নর্দমার বৃষ্টির জমা জল রাস্তায় জমে রয়েছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছু হয়নি। এর পাশাপাশি রাস্তার জমা জলে মিশে গেছে কলকারখানার রাসায়নিক বর্জ্য।

এর জেরে চরম আতঙ্কিত এলাকার বাসিন্দারা রবিবার সকালে রাস্তা অবরোধ শুরু করেছেন। পটুয়াপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির জমা জল নর্দমার পচা জলের সঙ্গে মিশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এর পাশাপাশি কারখানার বেগুনি রংয়ের রাসায়নিক জমা জলের সঙ্গে মিশে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষ সেই জলে হেঁটেই যাতায়াত করছেন। এতে রাসায়নিক থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন সকলে। এরই প্রতিবাদে চলছে রাস্তা অবরোধ।