এই মুহূর্তে জেলা

মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করতে চলেছে পুলিশ প্রশাসন।

আরামবাগ, ২৩ জুন:- মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে পুলিশ প্রশাসন। এদিন আরামবাগে ব্লকের আরান্ডী দুই নম্বর অঞ্চলের হিয়াৎপুরে মহিলা ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির হয়ে গেলো। এই কর্মসূচির আয়োজন করে আরামবাগ মহিলা থানা। এদিন সচেতনতার পাশাপাশি বাচ্চাদের মাস্ক এবং চকোলেট বিতরণ করা হয়।করোনা পরিস্থিতিতে মহিলা ও শিশুদের রক্ষা করার জন্য মাস্ক ব্যবহারের বিশেষ বার্তা দেওয়া হয়। এদিন আরামবাগ মহিলা থানার পুলিশ এলাকার মহিলাদের নিরাপত্তা নিয়ে কথা বলেন।

বর্তমানে যে কোনও কঠিন পরিস্থিতিতে মহিলারা নিজেদেরকে কিভাবে নিরাপদে রাখবেন এবং প্রয়োজনে যে কোনও সময় কিভাবে পুলিশ প্রশাসনের সাহায্য নেবেন সেই বিষয়ে বার্তা দেওয়া হয় এই শিবিরে।পাশাপাশি শিশুদের নিরাপত্তা বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান, আমরা মহিলা ও শিশুদের নিরাপত্তার জন্য এই সচেতনতা মুলক শিবিরের আয়োজন করেছি। এলাকার মানুষকে সচেতন করা হয়।মুলত আরামবাগ মহিলা থানার উদ্যোগে এই সচেতনতা শিবির হয়।সবমিলিয়ে আরামবাগ পুলিশের এই সমাজ সচেতনতা মুলক কর্মসূচি করার জন্য সাধুবাদ জানায় এলাকার মানুষ।