এই মুহূর্তে কলকাতা

রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের গতি আনতে বাড়ি বাড়ি গিয়ে এই কাজের সিদ্ধান্ত খাদ্য দপ্তরের।

কলকাতা, ২৩ জুন:- রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তি করণের প্রক্রিয়ায় আরো গতি আনতে রাজ্যের খাদ্য দপ্তর মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়ম এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সব রাজ্যকে আগস্ট মাসের মধ্যে সমস্ত রেশন গ্রাহকের রেশন কার্ড এবং আধার সংযুক্তিকরণ এর কাজ শেষ করতে হবে। এই কারণেই আধার সংযুক্তিকরণ এর কাজে গতি আনতে রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে সংযুক্তিকরণ এর কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর।

রাজ্য সরকারের ওয়েবেল সংস্থার সহযোগিতায় খাদ্য দপ্তরের আধিকারিকরা গ্রাহকদের বাড়ি গিয়ে আধার সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যের সাড়ে ৫ কোটি গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ এর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনে এলাকায় এলাকায় শিবির করেও এই কাজ করা হবে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে রাজ্য যোগ দিচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন। সম্প্রতি খাদ্যমন্ত্রী ও দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে দ্রুত ওই প্রকল্পে যোগ দেয়ার শর্ত পূরণের অঙ্গ হিসেবে আধার রেশন কার্ড সংযুক্তির কাজ শেষ করতে মুখ্যমন্ত্রী তাদের নির্দেশ দেন। এর পরেই ওয়েবেল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে দুয়ারে আধার সংযুক্তিকরণ কর্মসূচি গ্রহণ করেছে খাদ্য দপ্তর।