হাওড়ার, ২৩ জুন:- জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ার পর এবার মাজু। আবারও ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ায়। কোভিড ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে শাসক ও বিরোধীদের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার মাজু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকেই ভ্যাকসিন নিতে যথেষ্ট ভীড় হয়। মাজু অঞ্চল বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় ভ্যাকসিন নিয়ে কোনও রাজনীতি তারা মানবেন না। সাধারণ মানুষ লাইন দিয়ে ভ্যাকসিন পাক। প্রধানের দেওয়া ভ্যাকসিনের লিস্ট মানা হবেনা বলেও সরব হন বিজেপির সদস্যরা।
যদিও প্রধানের পাল্টা দাবি, “কোনও লিস্ট আমরা দিইনি। স্বাস্থ্য দফতর যা নামের তালিকা দিয়েছে সেই অনুযায়ী নির্বিঘ্নেই সকাল থেকে ভ্যাকসিন চলছে। কোথাও কোনও গন্ডগোল নেই। যারা মানুষের জন্য কোনও কাজ করেন না, মানুষের পাশে সারা বছর থাকেন না, তারাই এই নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।” এদিন অবশ্য প্রথমে এই নিয়ে দু’পক্ষের উত্তেজনা থাকলেও, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, এর আগেও গত ৩ জুন ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায়। ওইদিন মহাকালহাটি উপ স্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরে বোমাবাজির অভিযোগ ওঠে। বন্ধ হয়ে গিয়েছিল ভ্যাকসিন দেওয়ার কাজ।