এই মুহূর্তে জেলা

দুয়ারে অম্বুবাচী পালিত হলো বৈদ্যবাটির দশ নম্বর ওয়ার্ডে।

হুগলি, ২৩ জুন:- দুয়ারে রান্নাঘরের পর এবার পালন করা হলো দুয়ারে অম্বুবাচী। আজ সকালে শেওড়াফুলিতে এই কর্মসূচি পালন করা হলো। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের উদ্যোগে। এলাকার বিধবা মহিলার হাতে অম্বুবাচী উপলক্ষে ফল মিষ্টি তুলে দেয়ার পাশাপাশি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু বলেন এই মহামারী কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূল কর্মীদের সবসময় মানুষের পাশে থাকতে হবে তাদের অভাব-অভিযোগ শুনতে হবে।

তারই অঙ্গ হিসেবে আমরা আজকে দুয়ারে অম্বুবাচী অনুষ্ঠান পালন করলাম। ইতিমধ্যে আমরা দুয়ারে রান্নাঘর কর্মসূচি লাগাতার ভাবে চলছে, আজকের এই অনুষ্ঠান জেলার মধ্যে প্রথম। আমরা আজকে অম্বুবাচী উপলক্ষে মহিলাদের হাতে ফল এবং মিষ্টি তুলে দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি। শেওড়াফুলির আজকের এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় এবং সুবীর বাবুর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসীরা।