এই মুহূর্তে জেলা

হনুমানের লাফ, পাঁচিল ভেঙে পড়ে মহিলার মৃত্যু হাওড়ায়।

হাওড়া, ১৯ জুন:- এক বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদে হনুমান লাফ দিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচিল। আর সেই পাঁচিল চাপা পড়ে মারা গেলেন ষাটোর্ধ এক মহিলা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির হাজরা পাড়া এলাকায়। গত দু’দিনের অতিভারী বৃষ্টিতে এমনিতেই বাড়িটি কমজোরি হয়ে পড়েছিল। আর তার উপর হনুমান এসে ছাদে লাফ দিতেই ভেঙে পড়ে যায় ছাদের একাংশ। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ষাটোর্ধ্ব ওই মহিলার। ভদ্রমহিলার মৃত্যুতে শোকস্তব্ধ বালির হাওড়ার হাজরাপাড়া। বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে মহিলাকে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, জীর্ণ বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন আরতি দাস নামের ওই মহিলা। শুক্রবার ওই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের চোখের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। ঘটনায় শোকস্তব্ধ বালির হাজরা পাড়া।