এই মুহূর্তে কলকাতা

সপ্তদশ বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী দোসরা জুলাই।


কলকাতা, ১৮ জুন:- সপ্তদশ বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী দোসরা জুলাই। কিন্তু বিধানসভার স্থায়ী কমিটি গঠন নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে দর-কষাকষি চলছে বলে জানা গেছে। বিধায়কদের প্রতিনিধিত্বের রাজ্য বিধানসভায় কাজ করে ৪১ টি গুরুত্বপূর্ণ কমিটি। এরমধ্যে ২৬ টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫ টি হাউস কমিটি। সূত্রে জানা গেছে এই কমিটি গঠন ও বন্টন নিয়ে গতকাল পরিষদীয় মন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে আলোচনা করেন। সে সময় শুভেন্দু বাবু ৪১ টির মধ্যে ১৫ টি কমিটির দাবি জানান। এক্ষেত্রে শাসকদল অবশ্য বিরোধীদের ৯ থেকে ১১ টি কমিটি দেওয়ার পক্ষপাতই বলে তাকে জানানো হয়। তবে বিরোধীদের দাবির বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে বলে পার্থ বাবু বিরোধী নেতাকে জানিয়ে দেন। উল্লেখ্য বিধানসভার স্ট্যান্ডিং এবং হাউস কমিটিগুলি একাধিক দপ্তরের কাজকর্ম পর্যালোচনার দায়িত্বে থাকে। স্ট্যান্ডিং কমিটি সরকারি কাজে নজরদারী করে থাকে এবং প্রয়োজনে পরামর্শ দেয়।