কলকাতা, ১৮ জুন:- সপ্তদশ বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী দোসরা জুলাই। কিন্তু বিধানসভার স্থায়ী কমিটি গঠন নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে দর-কষাকষি চলছে বলে জানা গেছে। বিধায়কদের প্রতিনিধিত্বের রাজ্য বিধানসভায় কাজ করে ৪১ টি গুরুত্বপূর্ণ কমিটি। এরমধ্যে ২৬ টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫ টি হাউস কমিটি। সূত্রে জানা গেছে এই কমিটি গঠন ও বন্টন নিয়ে গতকাল পরিষদীয় মন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে আলোচনা করেন। সে সময় শুভেন্দু বাবু ৪১ টির মধ্যে ১৫ টি কমিটির দাবি জানান। এক্ষেত্রে শাসকদল অবশ্য বিরোধীদের ৯ থেকে ১১ টি কমিটি দেওয়ার পক্ষপাতই বলে তাকে জানানো হয়। তবে বিরোধীদের দাবির বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে বলে পার্থ বাবু বিরোধী নেতাকে জানিয়ে দেন। উল্লেখ্য বিধানসভার স্ট্যান্ডিং এবং হাউস কমিটিগুলি একাধিক দপ্তরের কাজকর্ম পর্যালোচনার দায়িত্বে থাকে। স্ট্যান্ডিং কমিটি সরকারি কাজে নজরদারী করে থাকে এবং প্রয়োজনে পরামর্শ দেয়।
Related Articles
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির।
কলকাতা, ১৬ এপ্রিল:- গোহারা তো বটেই। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হল বিজেপির। তাঁকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিধন্য বালিগঞ্জ আসনে জয়ের আশা অতি বড় বিজেপি সমর্থকেরও ছিলনা। কিন্তু মাত্র ৫ শতাংশ ভোট পেয়ে এখন ঘরে-বাইরের মুখ লুকানোর জায়গা নেই তাদের। নির্বাচন কমিশনের হিসেব বলছে বালিগঞ্জ উপনির্বাচনে […]
ফের গুজবে মানুষ । করোনা থেকে বাঁচতে মাটি খুঁড়ে কাঠ কয়লার খোঁজার চেষ্টা।
সুদীপ দাস , ২১ মার্চ:- গোমুত্র পান থেকে সন্ধ্যা বাতি জ্বালানো , করোনা নিয়ে ইতিমধ্যেই গুজবে পা ফেলেছে বাঙালি। করোনা নিয়ে সরকারি সচেতনতা নয় এবারে আবারও গুজবে পা ফেলে মাটি খোঁড়া শুরু করলো সাধারন মানুষ। আরামবাগের পাশাপাশি হুগলির পান্ডুয়াতেও ঘরে ঘরে মাটি খোঁড়া শুরু হলো। পান্ডুয়া থানার ক্ষিরকুন্ডি-নামাজ গ্রাম পঞ্চায়েতের অধীনে সানপাড়া গ্রামে আজ সকাল […]
বুধবার প্রজাতন্ত্র দিবস। বিদ্যাসাগর সেতুতেও চলছে নাকা তল্লাশি।
হাওড়া, ২৫ জানুয়ারি:- আগামীকাল বুধবার ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস। এর প্রাক্কালে নাশকতামূলক অপরাধ রুখতে ও নিরাপত্তার কারণে জোরদার নাকা চেকিং শুরু হয়েছে হাওড়ায়। মঙ্গলবার সকাল থেকেই দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় নাকা চেকিং চলছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নাকা চেকিং চলছে। শিবপুর থানার পুলিশ কলকাতার দিক থেকে আসা যাওয়া সবধরনের গাড়িতেই তল্লাশি করছে। […]