এই মুহূর্তে কলকাতা

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে অধ্যক্ষকে চিঠি দিলো শুভেন্দু অধিকারী।

কলকাতা, ১৮ জুন:- মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। সেই চিঠি আজ বিধানসভার সচিবালয়ে জমা পড়েছে। চিঠিতে অবিলম্বে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। যদিও এখনও তিনি ওই চিঠি হাতে পাননি বলে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন।উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুল রায় কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেছেন।

তাঁর তৃণমূলে যোগদানের পর শুভেন্দু অধিকারী বলেছিলেন, কীভাবে দলত্যাগ বিরোধী আইন রূপায়ন করতে হয়, তা তাঁর জানা আছে। মুকুল রায় নিজে থেকে পদত্যাগ না করলে তিনি এই আইন রূপায়নের পথে হাঁটবেন। অন্যদিকে, বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ট্যুইট করে বলেছেন, মুকুল রায় গত সপ্তাহে সর্বসমক্ষেই তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর দলত্যাগ নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই। রাজনীতি নিজের পথে এগোবে। তবে আইন তাঁর পদত্যাগ দাবি করে। কারণ তিনি বিজেপির প্রতীকে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন। আশা করা যায় তিনি নিজেই পদত্যাগ করবেন, যেভাবে ২০১৭ সালে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। সেই পথই তিনি অনুসরণ করবেন।