হাওড়া, ১৮ জুন:- ১৪ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে। এই দিনটিকে সামনে রেখে শুক্রবার সকালে রাজ্য সরকারের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাওড়া জেলা হাসপাতালেই ওই শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজেও রক্তদান করেন। সেখানে জেলা স্বাস্থ্য দপ্তর ও হাওড়া জেলা হাসপাতালের কর্মীরাও রক্তদান করেন। জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, সাধারণ মানুষ যাতে রক্তদানে উদ্বুদ্ধ হয় সেই বিষযকে সামনে রেখেই এই উদ্যোগ।
প্রতিবছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেহেতু এবার কোভিড পরিস্থিতি সেই জন্য রক্তের চাহিদাও রয়েছে। তাই এই রক্তদান শিবিরটি এবার এক অন্য মাত্রা পেয়েছে। এবার এই রক্তদান শিবিরে প্রায় ৩০ জন রক্তদান করেন। এরমধ্যে বেশ কয়েকজন চিকিৎসকও রয়েছেন। হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল এই শিবিরে রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।