এই মুহূর্তে জেলা

একদিকে বন্ধ মিল , অন্যদিকে লকডাউন, জোড়া ফলায় বিদ্ধ ওয়েলিংটন জুট মিলের শ্রমিকরা।

হুগলি , ১৭ জুন:- দীর্ঘ তিন মাস ধরে রিষড়ার ওয়েলিংটন জুট মিল বন্ধ হয়ে আছে। গত ২৭ শে ফেব্রুয়ারি এই কারখানায় সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। কিন্তু তারপর থেকে বেশ কয়েকবার মিটিং হওয়া সত্ত্বেও কোনরকম সুরাহা হয়নি। ফলে এখানকার কয়েক হাজার কর্মচারী দারুণ বিপাকে পড়েছে। লকডাউন তার ওপরে মিল বন্ধ দুই যাঁতাকলে পড়ে আজকের শ্রমিকরা প্রায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন বলে তাদের অভিযোগ। অন্য মিলে গিয়ে কম টাকায় তাদের কাজ করতে হচ্ছে, রোজ কাজও মিলছে না তাদের। আমরা আশায় রয়েছি কবে মিল খুলবে কিন্তু তিন মাস হয়ে গেল মিল না খোলায় আমাদের অন্য জুট মিলে গিয়ে কাজ করতে হচ্ছে। কোনদিন কাজ হয় কোনদিন কাজ হয় না ফলে দুবেলা পেটপুরে খাবার জুটছে না।

আমরা আশা করব শ্রমিক-মালিক সরকার মিলে চেষ্টা করে যাতে কারখানাটা খোলে। না হলে ভারতবর্ষের প্রথম জুট মিল ওয়েলিংটন জুট চিরদিনের জন্য বন্ধ হবে, পথে বসবে কয়েকশো পরিবার। পাশাপাশি এই মিলের সি,ই,ও এস,কে,খেলোয়াড় জানান মিল চালানোর সদিচ্ছা ছিল বলেই ক্ষতি করেও মিল চালিয়েছি আমরা। কোনো ইউনিয়নের থেকেই আমরা সহযোগিতা পাই না। তবুও আই,এন, টি,উই,সি কিছুটা বোঝে। স্থানীয় পৌর প্রশাসন, শ্রীরামপুর থানার আই,সি, মহকুমা শাসক না থাকলে মিলের ইটও বিক্রি হয়ে যেত। এই মুহূর্তে মিল খুলতে গেলে পাটের দরকার, আমাদের অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয়, আমরা চেষ্টা করছি। মিলের ছাদ ভাঙা, মেরামতির করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক। তবে আশা রাখছি শীঘ্রই মিল খুলবে, শ্রমিকদের মুখে হাসি ফুটবে।