এই মুহূর্তে জেলা

পুরানো বাতের ব্যাথার মতো জেগে উঠলো কর্মীচারী নিয়োগ জটিলতা , পোস্টার পড়লো হুগলি-চুঁচুড়া পৌরসভায়।

সুদীপ দাস, ১৭ জুন:- জল জমা নিয়ে পৌর প্রশাসন যখন ব্যতিব্যস্ত, তখন পুরোনো বাতের ব্যাথার মত আবার জেগে উঠলো কর্মচারী নিয়োগ সংক্রান্ত জটিলতা। গত বছর এই সময় নিয়োগ বেনিয়ম নিয়ে উত্তাল হয়ে ওঠে হুগলী চুঁচুড়া পৌরসভা যা সংবাদের শিরোনামে শুধু নয়, তৃণমুলের রাজ্যস্তর পর্যন্ত বিষয়টি পৌঁছে যায় এবং পৌরমন্ত্রীর নির্দেশে ঐ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। চাকুরী প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হয়। তাঁদের মধ্যে ২ জন অবসরপ্রাপ্ত সেনাকর্মী হওয়ায় তাদের হাইকোর্ট পুনর্বহালের নির্দেশ দেন।

কিন্তু নির্বাচন বিধি জারি হয়ে যাওয়ায় পৌরকর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ সকালে অফিস খুললে দেখা যায় মেন গেটে পোস্টার। এ নিয়ে আলোড়ন তৈরী হয়। এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন কোর্টের রায়ের বিষয়ে আমি কিছু বলবো না। তবে হাইকোর্টে কেউ জিতলে পৌরসভা সুপ্রিম কোর্টেও যেতে পারে। এটা পৌরসভার বিষয়। যদিও এবিষয়ে পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জীর এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।