এই মুহূর্তে জেলা

সেখ হাসিবুল খুনের ঘটনায় মুল অভিযুক্ত উপপ্রধান সেখ সাদ্দাম হোসেনকে আদালতে পাঠালো পুলিশ।

আরামবাগ, ১৭ জুন:- আরামবাগ মহকুমার পুড়শুড়ার সাঁওতা এলাকায় প্রতিবাদী সেখ হাসিবুল খুনের ঘটনায় মুল অভিযুক্ত তৃনমুল নেতা তথা শ্রীরামপুর পঞ্চায়েতের উপ প্রধান সেখ সাদ্দাম হোসেনকে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর বাজার থেকে পুড়শুড়ার প্রতিবাদি সেখ হাসিবুল খুনের মুল অভিযুক্ত সেখ সাদ্দাম ও এম. বাবুকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে ওই খুনের ঘটনায় মোট ১৪ জনের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নানা দুর্নীতি ও তোলাবাজির প্রতিবাদ করাতেই সেখ হাসিবুলকে খুন করা হয় বলে অভিযোগ।

স্থানীয় মানুষের অভিযোগ, ১০০ দিনের কাজ সহ নানা প্রকল্পের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত উপপ্রধান সেখ সাদ্দাম। এই দুর্নীতির প্রতিবাদ করায় বেজায় চটে ছিলেন উপপ্রধান। গত শনিবার সকালে একটি খাল সংস্কারের কাজ চলাকালিন দলবল নিয়ে উপ প্রধান সেখ সাদ্দাম হাসিবুলের চড়াও হয়।গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।তারপর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি।সন্ধ্যায় সেখ হাসিবুল মারা যান।তারপরই পুড়শুড়ার সাঁওতা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ অভিযোগের ভিত্তিতে মুল অভিযুক্ত তৃনমুল নেতা সেখ সাদ্দামকে গ্রেফতার করে এদিন আরামবাগ কোটে তোলে।