এই মুহূর্তে জেলা

সমালোচকরা যতই সমালোচনা করুক , জেলার মধ্যে ভ্যাকসিনে প্রথম রিষড়া পৌরসভা – অসিতাভ গাঙ্গুলি।

তরুণ মুখোপাধ্যায় , ১৭ জুন:- হুগলি জেলার মধ্যে রিষড়া পৌরসভা করোনার টিকা করণের এর ক্ষেত্রে সবার আগে থাকা সত্ত্বেও এই টিকাকরণ নিয়ে কয়েকটি সংগঠন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা নানারকম বিরূপ মন্তব্য করছেন। এ ব্যাপারে বলতে গিয়ে রিষড়া পৌরসভার স্বাস্থ্য বিষয়ক নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলী জানান এই পুরসভা ভ্যাক্সিনেশন এর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের দেশে ভ্যাকসিনের অপ্রতুলতা রয়েছে, তবে এর দায় রাজ্য সরকারের বা রিষড়া পৌরসভার নয়। ফলে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা দিচ্ছে। তা সত্ত্বেও আমাদের স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে মানুষকে যতটা ভ্যাকসিন দেওয়া যায় সেই কাজটি করে চলেছেন।

এর সঙ্গে সঙ্গে আমাদের জেলায় মধ্যে রিষড়া পুর এলাকায় করোনার প্রাদুর্ভাব খুবই কম। আর এটা সম্ভব হয়েছে আমাদের পুরসভার প্রশাসক থেকে শুরু করে সমস্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে। কারণ প্রতি নিয়ত এই রোগের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি চলছে পুরসভা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। বাড়ি বাড়ি গিয়ে সব সময় মনিটরিং করা হচ্ছে, ফলে আজকে রিষড়াবাসী অনেকটাই কোভিড মুক্ত। তবে যারা এই সমস্ত বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়াচ্ছে তাদের সম্বন্ধে কি আর বলবো, তারা আস্তে আস্তে ফিকে হতে হতে একদম মিলিয়ে যেতে বসেছেন।